জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন এ এইচ এম সাখাওয়াত উল্লাহ।
Advertisement
মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নিয়োগ পান আফসানা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়, গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ আফসানা বেগমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫’ এর ধারা-১০(২) অনুযায়ী এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
Advertisement
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরএমএম/বিএ