দেশজুড়ে

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে সাইদুল আলম (২৩) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৩০ নম্বর বড় মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুল আলম উপজেলার বাঁচা মেরুং এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ১ নম্বর মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এসআর