খেলাধুলা

৩৭৪ সমর্থকের টিকিটের টাকা ফেরত দেবে ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগে বোদো/গ্লিমটের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-১ ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচ হেরে অঘটনের শিকার হয়েছে সিটি। নরওয়ের বোদোতে সিটি সমর্থদের অনেকেই গিয়েছিলেন সেই ম্যাচ দেখতে।

Advertisement

এই ম্যাচ দেখতে নরওয়ে যাওয়া সিটি সমর্থকদের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সিটি স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড মঙ্গলবারের খেলার পর দলের পারফরম্যান্সকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করে সরাসরি ক্ষমা প্রার্থনা করেন।

গতকাল বুধবার হালান্ড, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াজ এবং রদ্রি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘বোদো যাওয়া দীর্ঘ যাত্রা সম্পন্ন করা ৩৭৪ জন সমর্থকের টিকেটের খরচ খেলোয়াড়রা ফেরত দেবে।’

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সমর্থকরা আমাদের জন্য সবকিছু। আমরা জানি, সমর্থকরা আমাদের সমর্থন করার জন্য কতটা ত্যাগ স্বীকার করেন, ঘর-বাইরের ম্যাচে যাত্রা করেন। আমরা কখনও তা হালকাভাবে নিই না। তারা বিশ্বের সেরা সমর্থক। আমরা এটাও বুঝতে পারছি যে, যেসব সমর্থক কঠিন ঠান্ডায় আমাদের সমর্থন করতে বোদো পর্যন্ত যাত্রা করেছেন, তাদের জন্য এটি অনেক বড় ভ্রমণ ছিল। যেসব সমর্থক সেই সন্ধ্যায় আমাদের খেলার জন্য টিকেটের খরচ করেছেন, তা ফেরত দেওয়াটাই আমরা করতে পারি এমন অন্তত একটি কাজ।’

আইএন