লাইফস্টাইল

ওয়াশিং মেশিন নয়, প্রয়োজন হাতের যত্ন

ওয়াশিং মেশিন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। কয়েক মিনিটের মধ্যে কাপড় হয়ে যায় পরিষ্কার, ঝকঝকে। কিন্তু সবকিছু মেশিনে ফেলার মানে এই নয় যে আপনার প্রিয় এবং সূক্ষ্ম পোশাকগুলোও এটি সহ্য করতে পারবে।

Advertisement

কিছু কাপড় আছে যা মেশিনের শক্ত ঘূর্ণন, পানির চাপ বা ডিটারজেন্টের সঙ্গে টেকতে পারে না। সেগুলোকে যদি মেশিনে ধোয়, তাহলে অবিচ্ছেদ্য ক্ষতি হতে পারে। চলুন জেনে নেই কোন পোশাকগুলো কখনোও ওয়াশিং মেশিনে দেওয়া ঠিক নয়-

সিল্ক ও সাটিনের পোশাকসিল্ক বা সাটিনের শার্ট, অন্তর্বাস বা নাইটগাউন কখনোই মেশিনে ধোয়া ঠিক নয়। এই ধরনের নরম এবং দৃষ্টিনন্দন কাপড় ডিটারজেন্ট, তাপ এবং ঘর্ষণের প্রতি অত্যন্ত সংবেদনশীল। মেশিনে ধোয়ার ফলে এগুলোর প্রাকৃতিক চকচকে ভাব হারাতে পারে। তাই ড্রাই ক্লিন করানো বা হাতে, মৃদু ডিটারজেন্ট দিয়ে ধোয়া সবচেয়ে ভালো।

কাশ্মির সোয়েটারকাশ্মির সোয়েটার শুধু সুন্দর নয়, দামিও বেশী। এই নরম এবং সূক্ষ্ম কাপড়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। ওয়াশিং মেশিনে ধোলে বিকৃত হয়ে যেতে পারে। তাই এটি সর্বদা হালকা ঠান্ডা পানিতে হাতে ধোয়ার অভ্যাস করুন। এর ফলে আপনার সোয়েটার দীর্ঘদিন সুন্দর ও ভালো থাকবে।

Advertisement

আরও পড়ুন: ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কৌশলশীতে রুম হিটার ছাড়াই ঘর উষ্ণ রাখুনফ্রিজে দুর্গন্ধ? জেনে নিন মুক্তির কৌশল

চামড়া এবং আর্টিফিশিয়াল লেদারচামড়ার জ্যাকেট, প্যান্ট বা স্কার্ট মেশিনে ধোয়া উচিত নয়। পানি চামড়ার প্রাকৃতিক তেল দূর করে, যা ফাটা বা বিকৃতির কারণ হতে পারে। আর্টিফিশিয়াল লেদারও একই কারণে নিরাপদ নয়। পরিষ্কার করার জন্য ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন বা প্রফেশনাল কারও সাহায্য নিন।

ভারী সজ্জিত পোশাকযেসব পোশাকে সিকুইন, পুঁতি বা আয়নার কাজ থাকে, সেগুলোও মেশিনে ধোয়া ঠিক নয়। মেশিনের স্পিনিং এই কাজগুলো নষ্ট করতে পারে, আর ফিল্টারও আটকে যেতে পারে। তাই এই ধরনের পোশাককে হালকা হাতে ধোয়া বা ড্রাই ক্লিন করানো ভালো।

সাঁতার পরিধানের পোশাকসাঁতারের পোশাক শক্ত মনে হলেও প্রকৃতপক্ষে ভঙ্গুর। ওয়াশিং মেশিনের ঘূর্ণন এবং চাপ এটি দ্রুত প্রসারিত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ব্যবহার শেষে তা সরাসরি সাধারণ ঠান্ডা পানিতে হাত দিয়ে ধুয়ে শুকানো সবচেয়ে নিরাপদ।

Advertisement

জেএস/এমএস