তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বিরক্তিকর অপরিচিত নম্বর ব্লক না করেই এড়াবেন যেভাবে

আজকের দিনে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজ পাঠানোর অ্যাপ নয়, বরং অডিও-ভিডিও কলের অন্যতম জনপ্রিয় মাধ্যম। কাজের কথা হোক বা ব্যক্তিগত যোগাযোগ অনেকেই এখন সরাসরি হোয়াটসঅ্যাপ কলেই ভরসা রাখছেন। কিন্তু এই সুবিধার সঙ্গে এসেছে এক নতুন সমস্যা। আপনার ফোন নম্বর থাকলেই, যদি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকে, তাহলে যে কেউ খুব সহজেই কল করতে পারে।

Advertisement

ফলে অচেনা নম্বর থেকে হঠাৎ হোয়াটসঅ্যাপ কল আসা এখন অস্বাভাবিক কিছু নয়। বর্তমান সময়ে সাইবার প্রতারণার বাড়বাড়ন্তে এই ধরনের কল অনেকের কাছেই অস্বস্তিকর এবং চিন্তার কারণ হয়ে উঠছে। তবে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে সামান্য পরিবর্তন করলেই এই ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।

ডিজিটাল যুগে একটু সচেতন থাকলেই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো যায়। হোয়াটসঅ্যাপের এই ছোট সেটিংস বদল আপনার দৈনন্দিন ব্যবহারকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেটিংসে পরিবর্তন করলে কী সুবিধা পাবেন?

১. অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসা বন্ধ হবে, ফলে অপ্রয়োজনীয় বিরক্তি কমবে২. স্প্যাম কল ও প্রতারকদের ফোন অনেকটাই ঠেকানো যাবে৩. কল হিস্ট্রিতে নম্বর দেখা যাবে, প্রয়োজন হলে পরে খোঁজ নেওয়া সম্ভব৪. শুধু পরিচিত কনট্যাক্টদের কল আসবে, যা নিরাপত্তার দিক থেকেও স্বস্তিদায়ক

Advertisement

অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে করবেন?

১. প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন২. উপরে ডান দিকে থাকা তিনটি ডট-এ ট্যাপ করুন৩. সেটিংস অপশনে যান৪. এরপর প্রাইভেসি সিলেক্ট করুন৫. সেখানে কলস অপশনে ঢুকে সাইলেন্স আননোন কলারস চালু করুন

আইফোনে কীভাবে সেটিংস বদলাবেন?

১. ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করুন২. নিচের ডান দিকে থাকা সেটিংস অপশনে যান৩. প্রাইভেসি নির্বাচন করুন৪. এরপর কলস অপশনে ঢুকুন৫. সেখানে গিয়ে সাইলেন্স আননোন কলারস সুইচ অন করুন

Advertisement

তবে মনে রাখবেন, এই ফিচার চালু থাকলে অচেনা কেউ কল করলে ফোনে রিং হবে না এবং কোনও নোটিফিকেশনও পাবেন না। তবে সেই কলটি কল লগে থেকে যাবে। যদি আপনি পরে সেই অপরিচিত নম্বরে কল বা মেসেজ করেন, তাহলে ভবিষ্যতে সেই নম্বর আর সাইলেন্স থাকবে না। একেবারে যোগাযোগ বন্ধ রাখতে চাইলে সংশ্লিষ্ট নম্বরটিকে ব্লক অপশন ব্যবহার করে ব্লক করাই সবচেয়ে নিরাপদ উপায়। আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে