বিনোদন

নীরব প্রেমের গল্পে নাওভি-জিম

 

অর্পিতা ধানমন্ডির এক পুরোনো ফ্ল্যাটে একা থাকে। নীরব, নিয়মে বাঁধা এক ব্যাচেলর জীবন। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সে বারান্দায় দাঁড়িয়ে থাকে, কারও জন্য নয়-একটি মুহূর্ত, একটি সম্ভাবনা, আর একটি নীল রঙের জন্য অপেক্ষা করে।

Advertisement

বর্ষার এক দিনে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে বৃষ্টিতে ভিজে তার পরিচয় হয় শুভ্রর সঙ্গে-নীল রেইনকোট পরা, রবীন্দ্রনাথপ্রেমী এক তরুণ। চা, বই, বৃষ্টি আর কিছু সাধারণ কথার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত, নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র প্রতিশ্রুতি দেয়, ফিরলে নীল রেইনকোট পরেই ফিরবে।

অর্পিতার জীবন ধীরে ধীরে অপেক্ষায় রূপ নেয়-দোকান, টং, খালি চেয়ার, আর স্মৃতি। বৃষ্টির দিনে নীল রেইনকোট দেখলেই তার বুক ধড়াস করে ওঠে। একদিন এমনই এক নীল রেইনকোটধারী মানুষকে দেখে সে দৌড়ে নেমে চিৎকার করে ডাকে- ‘অ্যাই শুভ্র, শুনছেন…?’

এমনই গল্পে নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্পে এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। গল্পে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম। এই জুটির এটিই একসঙ্গে প্রথম কাজ।

Advertisement

পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, ভালোবাসা দিবসকে ঘিরেই এই স্যাড-রোমান্টিক গল্পের এই নাটকটি বানিয়েছি। এখানে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে কাজ করেছে নাওভি ও জিম। দুজনেই বেশ চমৎকার ছিল। আশা করি দর্শকরা কাজটি পছন্দ করবেন।

আরও পড়ুন:সেই সাকিন সারিসুরি গ্রামে জাপান ডাক্তার, ভাসলেন আবেগে সৎ, সাহসী, নীতিবান ও যোগ্য বন্ধুর জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ 

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবসকে ঘিরে হলেও তার আগেই অর্থাৎ আগামী ৬ ফেব্রুয়ারি নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

সাদ নাওভি-জিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিম প্রমুখ।

Advertisement

এলআইএ/এমএমএফ