দেশজুড়ে

সাভারে বাসায় আগুন, দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪

সাভারের ইসলামনগর এলাকায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ওই ভবনের দোতলায় এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি এবং তার বন্ধু হাসিনুর। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত আব্দুস সোবহান রায় ও রাহাত নামের আরও দুইজন গুরুতর আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দোতলায় হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে থাকা চারজনই আগুনের লেলিহান শিখায় আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় রনি ও হাসিনুরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অন্য দুই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে যায় বাসার অধিকাংশ মালামাল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া দগ্ধদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস

Advertisement