২০২২-২৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া সংক্রান্ত সব কার্যক্রম বাতিল ঘোষণা করেছে সরকার।
Advertisement
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বাতিলের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রাজ্জাকুল ইসলাম।
আরও পড়ুন‘নীরবে’ বাড়ানো হলো সঞ্চয়পত্রের উৎসে কর আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে
বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত কয়েক বছর ধরেই দেশে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হচ্ছে।
Advertisement
সবশেষ ২০২৪ সালের ১৪ জুলাই মোট ৭৭ প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। সেবছর ২০২১-২২ অর্থবছরের বিজয়ীরা পুরস্কার পেয়েছিল।
এনএইচ/কেএসআর