তথ্যপ্রযুক্তি

গাড়ি বাদ দিয়ে রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে টেসলা

দীর্ঘ এক দশকের বেশি সময়ের যাত্রা শেষে টেসলার জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি মডেল এস ও মডেল এক্সের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মানবসদৃশ রোবট উৎপাদনে পূর্ণ মনোযোগ দিতে আগামী প্রান্তিক থেকেই এই দুই মডেলের উৎপাদন কার্যত বন্ধ করা হবে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

Advertisement

টেসলার ২০২৫ অর্থবছরের আয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কনফারেন্স কলে ইলন মাস্ক বলেন, ‘আমরা মূলত মডেল এস ও এক্সের উৎপাদন বন্ধ করতে যাচ্ছি। সম্মানের সঙ্গে এই কর্মসূচির ইতি টানার সময় এসেছে, কারণ আমরা এখন স্বচালিত প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি জানান, স্টকে থাকা গাড়ি শেষ হওয়া পর্যন্ত ক্রেতারা মডেল এস ও এক্স কিনতে পারবেন এবং এসব গাড়ির জন্য দীর্ঘমেয়াদি সাপোর্ট দেওয়া হবে। তবে একবার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে আর এই মডেল দুটি পুনরায় চালু করা হবে না।

টেসলা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট কারখানায় মডেল এস ও এক্সের উৎপাদন লাইন রূপান্তর করে সেখানে ‘অপটিমাস’ নামের মানবসদৃশ রোবট তৈরি করা হবে। ইলন মাস্কের ভাষ্য অনুযায়ী, ওই কারখানায় বছরে ১০ লাখ অপটিমাস হিউমেনয়েড রোবট উৎপাদনের সক্ষমতা গড়ে তোলাই টেসলার দীর্ঘমেয়াদি লক্ষ্য।

Advertisement

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে মাস্ক ঘোষণা দেন, ২০২৬ সালের শেষ নাগাদ অপটিমাস রোবট বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি দাবি করেছিলেন, অপটিমাস ভবিষ্যতে মোবাইল ফোনের চেয়েও বড় পণ্য হয়ে উঠতে পারে। তবে বিভিন্ন প্রদর্শনীতে রোবটটির পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তা নিয়ে সমালোচনাও রয়েছে।

বিক্রি কমেছে মডেল এস ও এক্সের২০১২ সালে বাজারে আসা মডেল এস ছিল টেসলার দ্বিতীয় গাড়ি এবং ২০১৫ সালে উৎপাদন শুরু হয় এসইউভি মডেল এক্সের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুই মডেলের জনপ্রিয়তা কমেছে। বর্তমানে টেসলার মোট বিক্রির বড় অংশই আসে মডেল থ্রি ও মডেল ওয়াই থেকে।

২০২৫ সালে টেসলা মডেল থ্রি ও ওয়াই মিলিয়ে ১৫ লাখ ৮৫ হাজার ২৭৯টি গাড়ি সরবরাহ করলেও, মডেল এস ও এক্স বিক্রি হয়েছে মাত্র ৪ লাখ ১৮ হাজার ২২৭টি। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হওয়ায় চীনের পাল্টা শুল্ক আরোপের ফলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চীনের বাজারে এই দুই মডেলের বিক্রি বন্ধ করতে হয়।

গাড়ি উৎপাদন থেকে ধীরে ধীরে সরে এসে রোবট ও এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো টেসলার ভবিষ্যৎ কৌশলেরই অংশ, যা প্রতিষ্ঠানটির পরিচয় ও ব্যবসায়িক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

Advertisement

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুনকতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালোটেসলা সাইবারট্রাক কেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে

কেএসকে