তিন বাহিনীর প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

সশস্ত্র বাহিনীর জন্য অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানরা একই স্কেলে বেতন ভাতা পাবেন।

সোমবার এমন নির্দেশনা দিয়ে নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন পে-স্কেলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা একই স্কেলে বেতন ভাতা পাবেন। এর আগে সেনা প্রধানের পদমর্যাদার কর্মকর্তার বেতন ভাতা অন্য দুই বাহিনী প্রধানের চেয়ে বেশি ছিল।

সচিব বলেন, প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানের বেতন ও পদমর্যাদা একই রকম করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক তাদের বেতন ও পদমর্যাদা একই করা হয়েছে। ফলে নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানের পদ মর্যাদা বাড়ানো হবে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।