সাহিত্য

বাংলাদেশ আর তুমি এবং অন্যান্য কবিতা

বাংলাদেশ আর তুমি

সাঙ্গুর মতো ভালোবাসা নুয়ে পড়েছে আমার হৃদয়েকষ্টগুলি পাল তুলেছে বাঁকে বাঁকেসবুজ বর্ণালির মধ্যে নীল প্রবাহসৃষ্টি করেছে রহস্যময়ী অতলান্তিক।

Advertisement

আলোময় তারাদের সরিয়েসৃষ্টি হয়েছে যেন মোহনীয় আমাজনকী অপূর্ব সাঙ্গু! কী অপরূপ বাংলাদেশ!স্বর্গের দরজা সাঙ্গুবাংলাদেশের স্বর্গ বান্দরবানআর তুমি তো আমারই স্বর্গ।

বাংলাদেশ আর তুমি মিলেমিশে একাকার।

****

Advertisement

মজলুমের সংগ্রামের মতো ভালোবাসি

আমাকে মনে রাখে অলৌকিক ভোরআমাকে মনে রাখে কার্তিকের চাঁদ।

আমি তোমাকে কীভাবে ভালোবাসি?মজলুম যেমন ন্যায়ের জন্য সংগ্রাম করেনিঃশ্বাসের মতো ভালোবাসেকোনো লুকোচুরি নেই।

সৃষ্টিকর্তা যদি শক্তি দেনতবে, মৃত্যুর পরেও ভালোবেসে যাবো।

****

Advertisement

আমাকে মনে রেখো সোনার মুকুট

আমি কি আভিজাত্যে বন্দি হয়েছি?হতেও পারেকোনোদিন তো ভাবিনি এমনএক শ্রমিক সাহস করে করেছেন এ প্রশ্ন!তারপরে গভীর অন্ধকারেবিবেক জাগিয়ে তুলে আনল এ প্রশ্নের প্রতিধ্বনিএকবার দুইবার তিনবার অসংখ্যবার

আসলেই, আমি কী আভিজাত্যে বন্দি হয়েছি?এমন তো ভাবিনি কোনোদিন!আসলে, এমন ভাবা কী আগেই উচিত ছিল?

আমাকে মনে রেখো সোনার মুকুট।

এসইউ/জেআইএম