শরৎ রানিবিলকিস নাহার মিতু
Advertisement
বর্ষা শেষে শরৎ এসেদিলো দোলা প্রাণে,মন ভরে যায় শাপলা-শিউলি পদ্মফুলের ঘ্রাণে।
ধূসর সাদা কাশবনেতেবাতাস দিলো দোলা,নয়নাভিরাম শরৎ রানি করলো আত্মভোলা।
কাশবনেতে ধরছে নাচননাচছে হেলেদুলে,ছেয়ে গেছে সবুজ বনটাধূসর সাদা ফুলে।
Advertisement
কবি: শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।
****
শরৎ রানিউম্মে সালমা
শরৎ মানে কাশফুলের ছোঁয়া হাসি-খুশি আর আনন্দ, শরৎ মানে তালের পিঠা আমার বাসায় নেমন্তন্ন। শরৎ মানে মায়ের হাতেরনরম পিঠাপুলি,শরৎ মানে চারিদিকে বাতাসের গুনগুনানি।
Advertisement
শরৎ মানে আকাশে ভাসেসাদা মেঘের ভেলা, শরতকে বলে ঋতুর রানি করো না অবহেলা।
কবি: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।
এসইউ/এমএস