অসীম নিঃশ্বাসের ছায়ায়,বিষণ্ন মনুষ্যত্ব দুলে ওঠে,জীবনের ভেঙে যাওয়া আশাউন্মুক্ত নীরবতায় বেঁধে রাখে চেতনা।
Advertisement
অন্ধকারের জালে ফেঁসে থাকাকরুণার শিখা ক্ষীণ হয়ে ম্লান হয়,নিপতিত হয় অন্ধকারের অতলান্তেদীর্ঘশ্বাসে বেঁচে থাকার অঙ্গীকার।
যুগে যুগে শোষিতের আর্তনাদে,দুর্বৃত্ত পারমাণবিকতার হুমকির তলে মাটির নিচে চাপা পড়েউপেক্ষিত মানবতা।
এসইউ/এমএস
Advertisement