সাহিত্য

তোমাতেই লেখা আমার মরণ

তুমি কী চাও বলোআমার দুঃখ হতে?বেদনায় মোড়ানো তীক্ষ্ণ ব্যথার জলআমার চোখ হয়ে গড়াতে!বিসর্জন দিতে হবে আমারযত সুখ, শুধু তোমায় পেতে?

Advertisement

তবে বেশ তো!আমি তোমায় পেতে হতে রাজি দুঃখবিলাসী,তোমার পথ চেয়ে থেকে, আমি দুঃখ নিয়ে হাসি।তোমায় পেয়ে গেলে আমি কষ্ট নেবো বরণ,তোমায় পেলে আমি সুখরে করবো বারণ।

তবুও দেখা দাও, তুমি আমার হওআমি চেয়ে আছি তোমাতে,অদৃশ্য না জেনেও আমি জানি,তোমাতেই লেখা আমার মরণ।

এসইউ

Advertisement