এভাবেই কোনো এক শুক্রবারমানুষ দিগ্বিদিক ছুটবে,আকাশ থমকে দাঁড়াবে নিঃশব্দ হয়ে।
Advertisement
মনে হবে—ইসরাফিল শিঙায় ফুঁ দেবেন,এই তো বুঝি সেই মুহূর্ত!
ধরিত্রীর অস্থির নিঃশ্বাসে আজকত হৃদয়ে দোলা লেগেছে,কত চোখ আতঙ্কে ভিজেছে।
তবু সেই মুহূর্তেসবাই এক নামেই ফিরে যায়—‘আল্লাহ!’
Advertisement
ভয় যেন পথ দেখায়ভুলে যাওয়া মানুষকেতারই মহান সত্তার দিকে ফিরতে।
কম্পন থেমে গেলেবাতাসে ভাসে এক চরম সত্য;মানুষ যত দূরেই ছুটুক,শেষ আশ্রয়...তারই দিকে ফিরে যাওয়া।
এসইউ/এমএস
Advertisement