স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব যে কোনো স্মার্ট গ্যাজেটই মাঝেমধ্যেই নষ্ট হতে পারে। তখন সেটি সার্ভিসিংয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। আবার অনেক সময় পুরোনো ডিভাইস বিক্রি করে নতুন অফারে নতুন মডেল নেওয়ার কথাও ভাবেন অনেকে।
Advertisement
তবে গ্যাজেট অন্যের হাতে তুলে দেওয়ার আগে কি খেয়াল করছেন আপনার ব্যক্তিগত তথ্যও কি তার হাতে চলে যাচ্ছে না? আর সেই ডাটা যদি কেউ অপব্যবহার করে, তবে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তাই ডিভাইস রিপেয়ার বা বিক্রির আগে জেনে নিন কী করবেন, আর কী করবেন না।
প্রথমেই আপনার সব গুরুত্বপূর্ণ ডাটার ব্যাকআপ নিন। ছবি, ভিডিও, ডকুমেন্ট বা প্রয়োজনীয় ফাইলগুলো আলাদা করে এক্সটার্নাল হার্ডড্রাইভ বা পেনড্রাইভে সংরক্ষণ করুন, যাতে পরে প্রয়োজন হলে সহজেই ব্যবহার করতে পারেন।
এরপর ডিভাইসটিকে ফ্যাক্টরি রিসেট করুন। একবার নয়, সম্ভব হলে একাধিকবার রিসেট করা ভালো। এতে ডিলিট হওয়া ডাটা পুনরুদ্ধারের ঝুঁকি অনেকটাই কমে যায়।
Advertisement
রিসেট করার আগে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আলাদা করে সেভ করে নিন এবং ডিভাইস থেকে সেগুলো নিজ হাতে ডিলিট করুন। বিশেষ করে ব্যক্তিগত ছবি, ভিডিও, ব্যাংকিং বা অনলাইন ট্রানজাকশনের তথ্য ভালোভাবে যাচাই করে দেখুন কিছুই যেন বাদ না পড়ে।
ডিভাইস বিক্রি বা সার্ভিসিংয়ে দেওয়ার আগে হার্ডড্রাইভ এনক্রিপ্ট করা খুবই গুরুত্বপূর্ণ। চাইলে নির্ভরযোগ্য ডাটা ওয়াইপ সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে নিশ্চিত হন সফটওয়্যারটি নিরাপদ কি না।
যে সব অ্যাপ, যেমন-অনলাইন ওয়ালেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো থেকে অবশ্যই লগআউট করুন। অনেকেই অটো সেভ পাসওয়ার্ড অপশন অন রেখে দেন ফ্যাক্টরি রিসেটের আগে এগুলো ডিলিট করতে ভুলবেন না।
অনেকে স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে বিভিন্ন আইওটি ডিভাইস নিয়ন্ত্রণ করেন। তাই আপনার গ্যাজেট অন্যের হাতে যাওয়ার আগে সেসব ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করে নিন এবং প্রয়োজনে নতুন ডিভাইসের সঙ্গে যুক্ত করুন।
Advertisement
সবশেষে নিশ্চিত হোন আপনার ব্যবহৃত ডাটা ইরেজিং পদ্ধতি পুরোপুরি নিরাপদ কি না। সম্ভব হলে প্রফেশনাল টুল ব্যবহার করে ভেরিফাই করিয়ে নিন ডাটা সত্যিই সম্পূর্ণ মুছে গেছে কি না।
আরও পড়ুনজরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডেচোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই
কেএসকে