অর্থনীতি

মানি চেঞ্জারদের বার্ষিক সনদ নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ১৫ জানুয়ারি

দেশের খুচরা বাজারে ডলারসহ বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স (সনদ) নবায়ন ফি বাড়ানো হয়েছে। এতদিন ৫ হাজার টাকা পরিশোধ করতে হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

আগামী ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের জন্য অফেরতযোগ্য নবায়ন ফি দ্বিগুণ করা হলেও লাইসেন্স নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।

বিদেশে ভ্রমণকারী ও প্রবাসী আয় লেনদেনে মানি চেঞ্জাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কাঠামোর আওতায় নিয়ন্ত্রিত।

Advertisement

ইএআর/এমএসএম