দেশজুড়ে

লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ

ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- গণভোটকে সামনে রেখে এ নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ৩১ জানুয়ারির মধ্যে এসব অস্ত্র ও গোলা বারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে অস্ত্র আইনে প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থগিত করা বা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ লাইসেন্সধারীর ঠিকানার নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের কাছে লাইসেন্স গ্রহীতা নিজে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা দেবেন। তবে এই নির্দেশনা বৈধ সংসদ সদস্য প্রার্থী ও তাদের সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে উল্লেখ করা হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ-সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।

বিষয়টি নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

Advertisement