সাহিত্য

রাকিবুল ইসলাম রাহানের ছড়া: বিজয়ের নিশান

মুক্তিসেনা মুক্তিসেনা মুক্ত হলো দেশ, পাকসেনাকে রুখে দিলো গড়লো সোনার দেশ।

Advertisement

বিজয় দিবস এলো তাইসুয্যি মামা হাসে,বাংলা মায়ের দামাল ছেলেমুক্ত স্বাধীন দেশে।

রক্তে ভেজা এই মাটিতেশপথ করেছি আজ,শহীদ-স্মৃতি করবো বহনওরাই মাথার তাজ।

স্বাধীনতার বার্তা নিয়েওড়ে নিশান খানি,সবুজ জমিন, লাল বৃত্তটাগৌরবেরই বাণী।

Advertisement

শপথ করি এই দিনেতেনত হবো না আর,অমর থাকুক সকল স্মৃতিষোলোই ডিসেম্বর।

এসইউ