কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যারে বিনিয়োগ বাড়াতে স্মার্টফোন ব্যবসা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট আসুস। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় জেনফোন ও আরওজি ফোন সিরিজের উৎপাদন বন্ধ করছে।
Advertisement
তাইপের আসুসের বার্ষিক গালা অনুষ্ঠানে গত ১৬ জানুয়ারি এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনি শিহ। তিনি বলেন, ‘ভবিষ্যতে আসুস আর নতুন কোনো মোবাইল ফোন মডেল বাজারে আনবে না।’ যদিও স্মার্টফোন বাজার পর্যবেক্ষণে রাখার ইঙ্গিত দেন তিনি, তবে আসুসের এআই-কেন্দ্রিক কৌশল ইঙ্গিত দিচ্ছে-এই সিদ্ধান্ত স্থায়ীই হতে পারে।
আসুসের চলে যাওয়া স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে বাজারটি স্যামসাং, অ্যাপল এবং চীনা ব্র্যান্ডগুলোর দখলে থাকায় নতুন উদ্ভাবন ও আক্রমণাত্মক মূল্য নির্ধারণের চাপ কমে যেতে পারে।
বিশেষ করে মোবাইল গেমিং সেগমেন্টে এটি বড় ধাক্কা। আসুসের আরওজি ফোন সিরিজ গেমারদের মধ্যে জনপ্রিয় ছিল-শোল্ডার ট্রিগার, শক্তিশালী অডিও ও পারফরম্যান্সের কারণে। অন্যদিকে জেনফোন সিরিজ পরিচিত ছিল কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হিসেবে, যা বাজারে বিরল ছিল।
Advertisement
গেমিং ফোন নির্মাতা রেড ম্যাজিক এরইমধ্যে আসুসের স্মার্টফোন বাজার ছাড়ার গুঞ্জন নিয়ে প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করেছে। তবে বিদ্যমান গ্রাহকদের হঠাৎ ফেলে দিচ্ছে না আসুস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত ডিভাইসগুলোর জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট ও ওয়ারেন্টি সাপোর্ট চালু থাকবে।
আসুস তাদের স্মার্টফোন প্রকৌশলীদের এখন ‘ফিজিক্যাল এআই’ প্রকল্পে স্থানান্তর করছে, যার মধ্যে রয়েছে রোবোটিক্স, স্মার্ট গ্লাস এবং এআই সার্ভার প্রযুক্তি। এই সিদ্ধান্তের পেছনে আর্থিক কারণও বড় ভূমিকা রেখেছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
সাম্প্রতিক সময়ে মেমোরি চিপের সংকট স্মার্টফোন উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে লাভের মার্জিন কমে গেছে। বিপরীতে এআই হার্ডওয়্যার খাতে মুনাফা তুলনামূলক বেশি। ২০২৫ সালে আসুসের এআই সার্ভার বিভাগে আয় দ্বিগুণ হয়েছে, যা এখন কোম্পানির মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশ।
আরও পড়ুনএআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাইফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন
Advertisement
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
শাহজালাল/কেএসকে