নওগাঁর মহাদেবপুরে ডাম্পট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ৫ আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার মহাদেবপুর-পত্মীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন, মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াওয়ের ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। তারা প্রত্যেকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বাসিন্দা।
থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপূর থেকে ব্যাটারিচালিত ভ্যানে মহাদেবপুর হাটের উদ্দেশে যাচ্ছিলেন ৫ আদিবাসী কৃষক। পথে ভ্যানটি পাটকাঠি এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ডাম্পট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় ৪ জন এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ফিস দুই দফায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিল। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। তবে এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
Advertisement
মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরমান হোসেন রুমন/এফএ